বেকারের শ্লোগান
- প্রবীর রায়
বেকার ভাই চোখটি খোলো ,চাকরি দাও নয় কর্ম দাও,
এই শ্লোগান গেয়ে যাও।
বেকার ঘরে গতি ফেরাতে,দেশের নেতা জবাব দাও,
নইলে হৃদ পাখিটি ছিনিয়ে নাও।
সমাজ আজ প্রভাবশালী,দুর্দশা -খিদেতে বেকার ধুঁকছে,
সন্ত্রাসে তারা পা ফেলছে।
নেতার বুলির গোলাম হয়ে,কাটাই আশায় অর্ধ জীবন,
কেন আজ সংকটে দেশ সংকটে সর্ব প্রাণ।
হাহাকার শহর -গ্রামে,প্রতারণা কাজের ফাঁকে,
বেকার কাঁদে কর্ম খোঁজে, পেটে দিচ্ছে গামছা বেঁধে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।