ভ্রষ্টাচার
- প্রবীর রায়

সর্ব দেশের ব্যাধির জীবাণু, রক্তে ভ্রষ্টাচার,
আখের গুটাতে মত্ত জনতা,দেশকে করে প্রহার।
যবে সৃষ্টি নাশক ভ্রষ্টাচার,
বেড়েছে শাসক দৈত্যি দুরাচার,
ভুলেছে মানুষ প্রেম উপহার,
একটাই ভাষা মার ওদের মার।
তাহার ছায়া পিছু ছাড়েনা,
যতক্ষণ নিরীহর প্রাণ কাড়েনা,
নেতারা গড়েন ফন্দির খনী,
ভয়ে লুকোই সত্য রশ্মি।
জোঁক ভ্রুকুটি ছিটিয়ে নিখোঁজ,
উন্নতি স্থির,মেদ ভুঁড়ি বাড়াই রোজ।
সময় বহমান,ছুটতে ছটফট জ্বালানীর দল,
অমৃতে বিষ,অ্যাসিড দেবতার মন্থন জল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।