ক্ষুধার রাজ্য
- প্রবীর রায়
ক্ষুধার রাজ্যে মানুষ হিংস্র,লেগেই থাকে দ্বন্দ্ব,
ভেঙেছে মন ভাঙে সংসার, নষ্ট জীবন ছন্দ।
মুখে রক্ত উন্নতি স্তব্ধ, আলোর চোখে আঁধার,
গ্রামযে শ্মশান রাস্তায় কঙ্কাল,মরণ করেছে হার।
এই দুর্দিনে কাটে অনাহার,ফ্যানো কভু জোটেনা,
নদী আজ সাগর ছুঁয়েছে, তবু শতদল ফোটেনা।
ধানের ডগাই শীষ এসেছে,সারের টাকা নেই ঘরে,
উঁচু জমি শূন্য বীজহীন,কাঁপছে কৃষক জ্বরে।
আকাল দিনে হাসেন ধনী,দিতে রাজি আমি ঋণ,
বদলে নেবো একবিঘে ভুঁই, বাঁচিবে স্বজন কিছুদিন।
ছানাদের তরে খাটিতে নির্ভয়,শাকপাতা চাল ধারে,
না শোধিলে জীবনটা মোর,কাটিবে বন্দী কারাগারে।
শেষ সেই পথ বাছিল পতিত,মৃত্যুকে করে বরণ,
সব হারিয়ে সপরিবারে,থায়োডিনে প্রাণ হরণ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।