মার কান্না
- প্রবীর রায়
ওরা আপন মাকে মা বলেনা,করে শত যাতনা,
টাকার পেছনে ছুটতে ব্যস্ত, মিছে দেয় শান্তনা।
নিজের আহারে করিল বড়,দিবারাত্রি খেটে,
রাস্তাই পরে বৃদ্ধা জননী, লাথি মারিল পেটে।
দেহের কঙ্কাল চেঁচিয়ে বলছে,একমুঠো দে খেতে,
আশায় সময় পেরিয়ে চলে,ফুটো থালা পেতে।
মমতা চোখের জলে ভাসে,বুকে নেইনা কভু,
বাছারে ভালো রেখো সদাই,হে জগতপিতা প্রভু।
রোগ ব্যাধিকে ঘৃণা করে,করিল মাকে পর,
কাঁদেন তিনি মৃত্যু অবধি, ওরা বিলাসিতা ঘর।
মা শব্দ কি অপবাদের,অপরাধী কি আমি?
জানতিস যদি মায়ের বেদনা,করতিসনা বোকামি।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।