থাকবো পাশে
- প্রবীর রায় - প্রেমের কবিতা
কথা দিয়েছিলে রহিবে পাশে,যাবেনা ছেড়ে কভু,
একটাই ভুল হারাবে কূল,থাকিবো তোমারি তবু।
বৃষ্টি ভেজা প্রেম বিলাপে,হাতে হাত রেখো তুমি,
দেখিবে যেদিকে,ছায়া আমার,শরমে হাসে ভূমী।
ইচ্ছে জাগে তোমায় নিয়ে,পাড়ি দিই দূরদেশ,
তোমার বিহনে বিরহ জ্বালা,করিবে প্রাণ শেষ।
জেগে স্বপ্নে ভাবি তোমাকে,করিলে স্পর্শ বুঝি,
ব্যাকুল মন মানেনা আর,তোমাকেই সদা খুঁজি।
কান অগ্রিমে একটাই ডাক,বারেবারে ভেসে আসে,
আমি আসছি যেয়োনা চলে,আভাষ দেবে ঘাসে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।