কেউ থাকবে না আর
- অরুণ কারফা
কেউ থাকবে না আর
মাঝে তার আমার,
আমরাই গড়ব
ছোট্ট পরিবার,
এই ছিল প্রেমের শর্ত;
মানতে পারিনি তার
খুঁজে পাইনি যার,
জীবনের খাতায়
নীতি কথা মালার,
এক বর্ণ সারমর্ম।
যেদিন ছিল না তার সামর্থ্য
নিজের পায়ে নিজেই দাঁড়াবার,
ভাষা ছিল না মুখে
কথা কইবার,
সেদিন কে তারে যে দেখত?
আজ নাকি তার আপন মেধায়
চুরমার করে সকল বাধায়,
নিজের ক্ষমতায়
সর্ব প্রকার,
সফলতা করেছে রপ্ত।
মনে হয়নি এই প্রেম
পাবে সাফল্য অপার
প্রশ্নই ওঠেনি তাই
পাকা কথা দেবার
প্রস্তাবটা হল ব্যর্থ;
গড়েছেন যিনি জীবন
পারতপক্ষে আমার
তাঁর পাশে অসময়ে
কথাই তো দাঁড়াবার
যেদিন তিনি অসমর্থ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।