হেমন্তের প্রকৃতি
- প্রবীর রায়
একটি বছর পাড় করিয়া,এলো ফিরে হেমন্ত,
সোনা আকাশ রোদ ঝলমলে,ফুটেছে দিগন্ত।
হিমের বর্ষা স্নিগ্ধ বাতাসে,নূতন ঘনঘটা,
নবান্নের আগমন ঘরে ঘরে,ব্যস্ত ধান কাটা।
শর্ষে ফুলের মাথা দুলানো,বিচিত্র গোধূলি বেলা,
হাল্কা শীতের কোমল ছোঁয়াই,রজনী রশ্মির মেলা।
চাষির ঘরে খুশির ধূম,বৃক্ষ মুখে হাসি,
পাখির ঝাঁকের নাচনে যেন,প্রকৃতি বাজাই বাঁশি।
নীল আকাশে সাজের রব,হেমন্ত এসেছে ফিরে,
মাতাল হাওয়া মত্ত প্রেমে,জোনাকি নদীর তীরে।
ঘাসের ডগা খেলছে দুলে,জীবেরা ভুলেছে শোক,
হেমন্ত জিতেছে ধড়ার মাঝে,উল্লাসে নেই রোক।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।