আত্মার ইশারা
- প্রবীর রায়

জীবন জটিল ভ্রমের সফরেতে,পাড়ি দেবো একা,
হাত আছে সকলের তবু,কেউ হাত বাড়াই না,
ঐ সংগ্রামী জনস্রোতে,ভাসবো আমি একা,
দেখছে সকলে তবু,কেউ পা বাড়াই না,
আমি অন্নাভাবে অনাহারে রই,দিবারাত্র,
সকলে জানে সব,তবু কেউ একমুঠো খেতে দেয়না,
দূষিত জল পাণ করে বাঁচছি,মরণ শয্যার খাটে,
সকলে অপব্যবহার করে,আমার দোষ কি বলো?
উত্তপ্ত মরু হাসছে যেমন তার করুণ ভাগ্যকে ভেবে,
আমিও ভুলেছি আমাকে,খুঁজে পাইনে কোন প্রশ্নের জবাব,
যখনি ভাবি কাউকে না জানিয়ে,গভীর সমুদ্র গর্ভে বিসর্জন দেবো আমাকে,
আত্মা ইশারা করে বোকা কেন তুমি,তোমাতে সর্বস্ব আর তুমি উপলক্ষ মাত্র।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।