ভূমিকম্প
- প্রবীর রায়

ধরতি দুলছে জীব ছুটছে,কাঁপছে নগরী,
ভাঙছে বাড়ি ফাটছে রাস্তা,মৃত্যুকে ডরি।
নির্দোষী মরে নিখোঁজ দেহ,স্বপ্ন ভয়ঙ্কর,
স্থগিত আশা ভবিষ্যৎ দূরে,বলছে পয়গম্বর।
জননী কাঁদে জমিন তলে,শিশুকে হারায়ে,
শিশু কাঁদে দালান তলে,মাকে না পেয়ে।
ভূমি হারা নেই সাহারা,বাঁচার খাবার ছাড়া,
দূষণ বেড়ে আঁধার করে,দেখি দিনে তারা।
ছিনিলো 'রব' হারালো সব,মোরা পাপের ভাগী,
খুদার লাগে মরার ইচ্ছে,ভ্রমেতে রাত্রি জাগি।
দেহ দুর্বল শুধুই কঙ্কাল, হাসাবো ধরণী জবে,
বাঁচবো মোরা নূতন গ্রহে,জিতিবো দীপক তবে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।