দীপাবলির পণ
- প্রবীর রায়
রোশনিতে আবরিত সমগ্র নগরী, আঁধারের দেখা নেই,
মোমের সাড়ি মাটির প্রদীপ, লাইটিং জ্বেলে দেই।
নব আলোতে নব আশা,নূতনের আগমন,
হিংসা ভুলে সকলে মিলে,মাকে করি বোধন।
প্রদীপ শিখার দীপ্ত আগুনে,মননের কালিমা উজ্জ্বল,
বিগড়ে গেলে ব্যর্থ জীবন, চারিদিকে অথই জল।
কিছুক্ষণের আনন্দের তরে,দূষণের প্রকোপ গর্জে,
পরোয়া করিনা ধরণীর কভু,প্রকৃতি মা কাঁদে।
বাতাসে আজ বিষের চাদর,নিশ্বাস নিতে ভয় পাই,
চাইনিজ পটাখা দেশের গৌরবে,প্রতিপত্তি রেখেছে বজায়।
জীবন আজ মৃত্যু কাঠগড়ে,আমরাই সবের দোষী,
বিশ্ব বাঁচিয়ে পরিবেশ বাঁচাবো, দীপাবলিতে পণ কষি।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।