সন্ধি
- অরুণ কারফা
সন্ধি,কার সাথে আমি করব বল
যে শত্রুর সাথে হাত মেলালো
নাকি যে আমায় বাঁচার আলো
দেখানোর নামে আরো ডোবাল?
যে আমায় প্রতিমূহূর্তে ব্যবস্থাটার প্রতি
আস্থা রাখতে যুক্তি শোনাল
নাকি যে এটাকে উপড়ে ফেলতে
প্রাণে মুক্তির বাণী যোগাল?
সন্ধি, সে তো করেই ছিলেম তার সাথে
যার কথায় স্বপ্ন দেখতাম প্রতি রাতে
যা প্রতিফলিত হত তাদের বাড়ীতে
যারা সব সময় জেতে কাড়াকাড়িতে।
তাই এখন নতুন করে সন্ধি করব তাদের সঙ্গে
লড়াইয়ের কথা যাদের রয়েছে অঙ্গে ভঙ্গে
যারা শেখাবে ছিনিয়ে নিতে কড়ায় গণ্ডায়
ঘায়েল করে; গোলাগুলি ছুঁড়ে অথবা ডাণ্ডায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।