ভাই ফোঁটার ঋণ
- প্রবীর রায়
ভাইয়ের কপালে ফোঁটা দেয় বোন,মৃত্যুকে হারাতে,
ধূপদীপ জ্বেলে উপোষ করে,ভ্রাতৃ আয়ু বৃদ্ধিতে।
প্রতি ঘরে ঘরে ধূমের ঘটা,ফোঁটাতে স্নেহের মিলন ছটা,
ভাই বোনেরি প্রেমের বন্ধন, আশীষে ফুল দূর্বা চন্দন।
বোন উজাড়িল তার সর্ব পুণ্য, স্বপ্ন পিষিল ভাইয়ের জন্য,
উপহার কি দিয়েছি কিছু,বোনদের আমরা জীবন পিছু?
আজো পারিনি তাদের বাঁচাতে,আঘাতে লাজে রক্ষক হতে।
বোনের পাওনা করেছি বঞ্চিত, উপহারে ঘর করেছি সঞ্চিত।
আজো বোন নিজ ঘরে পরাধীন, ধর্ষণ শোষণ সবার অধীন,
তবে কি ফোঁটা মিথ্যে লোভে,মাঝি আমি বোন জলেতে ডোবে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।