পুজোর ধূম
- প্রবীর রায় - ছোটদের কবিতা
ঢ্যাই কুড়াকুড়,ঢ্যাং কুড়াকুড়,
ঢ্যাডাং ঢ্যাডাং ঢ্যাং,
ঢাক বাজে কাঁসর বাজে,
ট্যাং ট্যাং ট্যাং।
ওই গাঁয়ে পুজো আসরে,
নাচবো সবাই মত্ত হয়ে,
প্রসাদ খাবো আশীষ নেবো,
আয়রে ছুটে আয়।
ঝিকমিক আলোয় প্যান্ডেল ভরা,
পুরোহিতের মন্ত্র পড়া,
ঢাকির তালে কোমর দুলে,
বদ্ধ মনের দুয়ার খুলে,
আয়রে ধেয়ে আয়।
নতুন জামা নতুন প্যান্টে,
মায়ের ওই রূপের টানে,
আয়রে সখা আয়।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।