মাটির প্রদীপ
- প্রবীর রায়

আমি এক মাটির প্রদীপ,মানুষের জীবন আলোকিত করি,
যতক্ষণ থাকবে তেল,ততক্ষণ জ্বলবে শিখা আপন তেজে
যার একটু দেখাতে সমগ্র আঁধার ভয়ে পালাই,চুপিসারে,
কেন তবে তোরা তুচ্ছ ভাবিস মোরে,মাটির প্রদীপ বলে,
তোদেরি তৈরি তোরাই করিস শেষ,গভীরে ঝেঁকে দ্যাখ পাবি খুজে আশা। আমাকে ঘিরে বাস্তব, যুগের আগমন।
কখনো মশাল কখনো নাজেহাল,কখনোবা বিরক্তি,মনের গ্লানি, কলুষ ভাবনা, ধূলিসাৎ হবে আমার স্পর্শে।আমাতেই শেষ মিশে যাবি, রূপ অর্থ নয় চিরস্থায়ী, ছন্দে বিলোবো নিজেকে,নাওগো আপন করে বদ্ধ আঁখির তৃতীয় আঁখিতে।আমিই দিবারাত্রির সাথী,অন্ধকে পথ দেখাই আমি,নারীকে আঁধারে সাহস, নেভাবি আমায়,নিভবো সত্যি,নিভবেনা মন আগুন।অবহেলিত ক্ষণে সৃষ্টিও কি তবে মানুষের দম্ভে ধ্বংসের পথে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।