প্রেমের অপেক্ষা
- প্রবীর রায় - প্রেমের কবিতা

তোমাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম, বেসেছিলাম ভালো,
কিন্তু বলতে পারিনি কখনো আমি তোমাকে ভালোবাসি।
হঠাৎ দেখার পর কোন জনসমুদ্রে ভেসে গেলে,আজো পেলামনা,
মনেমনে কল্পনা করে স্মৃতিতে এঁকেছি তোমার ওই অপরূপ ছবি,
যেন আমার জীবনের সেই মুহূর্তটা কোনদিনো ভুলবার নয়।
হঠাৎ আজ পুজো প্যান্ডেলে আবার তোমার সাথে দেখা,
দুজন দুজনাকে দেখছি কিন্তু কারো সাহস হলোনা সামনে এগোনোর,
মনে যেন তখন উত্তাল ঢেউ এর মতো প্রেমের স্মৃতি জোয়ার ভাটাতে খেলছে,
কাউকে কোনদিনো বলার সাহস হয়নি সেকথা,কারণ কেউ আমার মনের মতো বিশ্বাসী ছিলনা।
যারা ছিল শুধু সমালোচনা করার,আমি আজ বড় অসহায় তোমাকে ছাড়া।
তুমি কি সত্যি আমাকে মন থেকে কখনো ভালবেসেছিলে,নাকি শুধু ছলনা করে গেছো।
আমি যে তোমাই ভেবেভেবে পাগলের মতো আচরণ করছি,
তুমি কি ফিরবে কোনদিনো?নাকি অপেক্ষা করাটা আমার জীবনের কাল হয়ে আঘাত করবে,যা এই প্রাণ শেষ না হওয়া পর্যন্ত আমাকে তরপাবে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।