মামারূপি রাক্ষস
- প্রবীর রায়

মামা তুমি মায়েরো বড়,দুটি মায়ে মামা,
পাথর রূপি হৃদয়টাকে, দিয়ে রেখেছো ধামা।
বাবা আমার স্বর্গে গেছে, তোমার দ্বারে রেখে,
তোমার ওই মিথ্যে প্রেমে,মায়ের পরাণ চেখে।
দেখবে বলে বিশ্বাস করে,চেয়েছি বাঁচার ঠাঁই,
তোমাকে আমি পিতা রূপে,আদর দিয়েছি যাচাই।
বাড়ি শূন্য মা এখনো, ফেরেনিকো ঘরে,
এই সুযোগে কুকামনাই, জরিয়ে আমায় ধরে।
কত জ্বালা অসহ্য পীড়া, দিলে ইজ্জত লুটে,
বড় হবার যত বাসনা,গেলো সব টুটে।
মা কেঁদে কয় কাঁদিসনে সোনা,বলিসনে কাউকে একথা,
যতদিন বাঁচবো মোরা,পদেপদে ধাওয়া করিবে ব্যথা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।