বাবাদের প্রতি
- প্রবীর রায়
বাবা কেন তুমি একজন ভালো বাবা হতে পারোনা?
কেন তুমি মদ খাও নেশা করো,কেনই বা নিজেকে এত কষ্ট দাও।
কেন তুমি নেশা করে মাকে ধরে মারো,আর নানান বাজে ভাষায় গালিগালাজ করো।
তুমি কি পাল্টাতে পারোনা,তোমার মেয়ের জন্য,সন্তানের জন্য,সংসারের জন্য।
নেশাতে তুমি কি পাও!যার কোন উপকারিতা নেই, যে পৃথিবীকে ওলোট পালোট করে দেয়,পরিবার ছিন্নভিন্ন হয়ে যাই।
তোমার হৃদয়ে কি এতটুকু প্রেম জাগেনা?জাগেনা মমতা?
মা নারীজাত বলে কি মার কোন অধিকার নেই,স্বাধীনতা নেই,সে তোমার হাতে বন্দো,খেলার পুতুল।
তুমি কি জানো বাবা,মা তোমার জন্য পথ চেয়ে বসে থাকে,যখন তুমি বাড়ি ফেরোনা,আর যখন তুমি খাবার খাওনা ফেলে দাও,মাও না খেয়ে উপোষ করে দিবারাত্রি কাটিয়ে দেয় অনবরত আঁখিজল ফেলে।
বাবা তুমি কি আর পাঁচটা বাবার মতো হতে পারোনা?পারোনা মাকে আমাকে একটু ভালোবাসতে,আমাদের আঁকড়ে ধরে অন্য এক জীবন শুরু করতে।
যে টাকাতে তুমি নেশা করো,সেই টাকা জমিয়ে একটা সুন্দর স্বপ্ন পূরণ করতে,পারবে বাবা তুমি পারবে,আমার দৃঢ় বিশ্বাস।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।