বিদায়ী লগ্নে বসন্ত
- অরুণ কারফা

বসন্ত চায়না কিছুতেই যেতে
অলিরা মেতে খুনসুটিতে
এখনো বইছে ঠাণ্ডা হাওয়া
গ্রীষ্ম এলেই উঠবে তেতে।

কৃষ্ণচূড়ার কলিরা কয়
নাই বা হলেম গন্ধময়
আগুন জ্বালিয়ে গাছে গাছে
প্রেমের রস বিলোব না হয়।

কোকিল সমানে ডেকেই চলে
আর বেশীদিন নেই তাহলে
এরই মাঝে কাকের বাসায়
ডিম দিতে হবে ফাঁকতালে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।