হে অতীত তুমি আর একবার এসো?
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে অতীত তুমি আর এক বার এসো
আমি চাই না বর্তমান- ভবিষ্যত,
হে অতীত তুমি আর এক বার এসো
আমি আর পারছি না নিজের সনে যুদ্ধ করতে?
.
বর্তমানের যাতাকলে পৃষ্ট হয়েছি
দেবী অদ্রিতার ভালবাসা পেতে লম্পট হয়েছি
ভালবাসার রাজ্য খুয়েছি
হে অতীত তুমি আর একবার এসো
তোমার তরে হারিয়ে যেতে চাই
হারানো সম্মান ফিরে পেতে চাই
হে অতীত তুমি আর একবার এসো।
.
আমি আর চাই না ভবিষ্যৎ
জানি না সে কাল কত দূূর্নিবার,
হে অতীত তুমি আর একবার এসো
আমি আর চাই বর্তমান- ভবিষ্যৎ
আমি যে মনের দূর্বিপাকে হারিয়ে গেছি।
.
হে অতীত তুমি আর একবার এসো?
তোমার ভালবাসায় ভুলেমনা হতে চাই
অতীতে হারিয়ে যেতে চাই
কষ্ট গুলো লাঘব করতে চাই
হে অতীত তুমি আর একবার এসো?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

৩১-১০-২০১৭ ১০:৪৬ মিঃ

মি আর চাই না ভবিষ্যৎ
জানি না সে কাল কত দূূর্নিবার,
হে অতীত তুমি আর একবার এসো
আমি আর চাই বর্তমান- ভবিষ্যৎ
আমি যে মনের দূর্বিপাকে হারিয়ে গেছি।