ব্যাঙের বিয়ে
- প্রবীর রায় - মজার কবিতা

মাটির ঘরে ব্যাঙের রাজ,পাকা ঘরে করে সাজ,
মালকিন যখন ঘুমিয়ে পরে,মোটরেতে স্নান সে করে।
মেকাপ মেখে নতুন কনে,বরের লাগে জলে বনে,
ঘটক হলেন বনের মালিক,দাওয়াত বিলোয় বন্ধু শালিক।
রোদের তেজে ছাতা মাথায়,ইঁদুর ভায়া পাহারা দেয়,
দুষমন যখন হামলা করে,লড়তে সাথে গার্ডেরে নেয়।
ব্যস্ত হয়ে ঘামের বান,বাঁচাতে জীবন মরণ ভান,
হলে গিয়ে দেখেন মুভি,জিৎ কোয়েলের গ্লামার ক্ষুভি।
খাবার করেছেন ত্রিশ রকম,বাজনার সুর পায়রার বকম,
লোক করেছেন সব প্রজাতি, ঘর পেয়েছেন আপন সজাতি।
পুরোহিত মশাই ঘুগরি পোকা,ভুলভাল মন্ত্রে বানান বোকা
বিয়েতে গাইবেন কুমার শানু,নাচবেন দুলে সাইরা বানু।
ক্যাটারিঙে পিঁপড়ের দল,পাণের লাগে বৃষ্টির জল,
প্যান্ডেল হবে মাকড়শারজাল, লাইটিঙেতে চতুর শৃগাল।
বাসরঘর খাটের তলা,অলঙ্কার পূর্ণ কুঁচকানো গলা,
বিয়ে করে ফাঁসলেন স্বামী, পিছ ছাড়েনা কভু গিন্নি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।