গুলানো
- প্রবীর রায় - মজার কবিতা
কিছু স্মৃতি ভোলা যাই,কিছু ভোলা যাই না,
তা ভেবে চোখে আসে,বুক ফাটা কান্না।
বোবামন মানেনা,কোন বারণ শোনেনা,
হৃদয়ে আঘাত হানে,ব্যথা তবু পাই না।
আলোতে আঁধার দেখি,সব যেন গুলানো,
নূপুরের ধ্বনি বিস্ফোরক, স্বপ্নকে ভুলানো।
বন্যাতে খরার আভাস,মরুতে ভরা জল,
আকাশের তারার মাঝে,সূর্যের হাসির কল।
জলপরী কাঁদে শোকে,জল নেই সাগরে,
খালবিল ফেঁপে ওঠে,শ্যাওলার চাদরে।
পাহাড় আজ সমতল,যেন ঘন বসতি,
শূন্য মাঠে বান,পশুদের মস্তি।
মানুষ পশুর ডাকে,বেঁধেছে তাদের ঘর,
পশু গেল মহাকাশে,সেখানে ভীষণ ঝর।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।