কাল বৈশাখীর আবির্ভাব
- অরুণ কারফা

আকাশে কালো মেঘ দুখানি
দুলছে যেন দুইখান বেণী
নাচানাচি দেখে তাদেরি মনে হয়
তুলছে ঝড় গুরুগুরু ধ্বনি।

এই ভাবেই আসে কালবৈশাখী
মেঘে মেঘে করে ঢের চোখাচোখি
তারপর বিদ্যুৎ চমক দিলে
তার আলোয় পথ খোঁজে সখাসখী।

এইভাবেই বোধ হয় চললে পথ
হলেও বা কখনো পৃথক মত
দুই মেরু আসে ঠিক কাছাকাছি
অন্তর থেকে তা হয় যদি সৎ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।