অহংকারে পতন
- প্রবীর রায়
ক্ষণিকের পথিক মানুষ, কেন তবে অহংকার,
দম্ভ ঘিরে লোভ শক্তি,অহংকারে প্রহার।
অহংকার বিশ্বাস ভোলায়,পতন ডেকে আনে,
বরবাদ করে জীবনটাকে,ধ্বংস শিকারি হানে।
দোষ স্বীকার করো দোষী, জ্ঞানচক্ষু খোলো সবে,
অহংকার বর্জন করো তুমি,সঠিক কূল পাবে।
বাঁচতে গেলে কখনো হবে,হাতিয়ার অহংকার,
ভরসা দেবে দুঃসময়ে,লড়িতে বারংবার ।
বিপদ পালাবে তুচ্ছ হয়ে,অসময়ে দুর্দিনে,
মান ইজ্জত রাখিবে বজায়, দিশাহারা কুক্ষণে।
নয়তো মানুষ চিরস্থায়ী, এতো গৌরব কেন?
সবি রবে ধরার বুকে,রবেনা তুমি জেনো।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।