অহংকার ব্যাধি
- প্রবীর রায়
অহংকার মানুষের ঘৃণ্য স্বভাব, মগজে করে খেলা,
ইমান,ইজ্জত,কর্ম,পরিচয়,নির্মূলে ব্যস্ত একেলা।
সত্যকে বশ করেছে অহংকার, হৃদয়ে অপরিষ্কার,
অন্তরে বিষ দম্ভে ক্ষিপ্ত,দেমাগে বহিষ্কার।
নম্র হও বিনয়ী হও,সৃষ্টির গরিমাতে,
অভিশপ্ত ব্যাধি পাল্টে দাও,পরিষ্কার দুহাতে।
নেংটো এসেছি নেংটো যাবো, যাবেনা কিছু সাথে,
সব হারিয়ে একা হবে যখন, বুঝিবে ভুল রাতে।
অহংকার হল লজ্জার ভূষণ, কারোর নয় গোলাম,
অহংকার বিষফল সাথী, বশেতে সব খোয়ালাম।
মরণ ব্যাধিতে অহংকারী হয়োনা,ছড়াওনা কভু মৃত্যুগ্যাস,
ফুলের মতন জীবন মোদের,কিছুক্ষণ জীবিত সতেজ সুবাস।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।