অহংকার মাঝে প্রেম
- প্রবীর রায়
একটি ক্ষুদ্র মাটির প্রদীপ শিখা সমগ্র ব্রহ্মাণ্ড আলোকিত করছে,কই তারতো কোনো অহংকার নেই।
পশু,পাখি,গাছ আরো অনেকে তাদের সব উজাড় করে দিচ্ছে আমাদের,কই তাদেরতো কোনো অহংকার নেই।
ক্ষুদে পিপীলিকার দল আপন মনে নিজেদের কর্ম করে, কই কখনোতো তারা একলা হয়না।
তবে হে মানুষ তোমার এতো অহংকার কেন?
তুমি যা করো সবতো তোমার নিজের জন্য,তবে কেন অভিশপ্ত জীবনে মত্ত হয়েছো।
এজীবন মূল্যহীন,কখন কি হবে তা কেউ জানেনা,তবে কেন পাগলামি।
বিবেক জাগাও,অন্ধকার থেকে আলোতে ফেরো, আপন করে নাও সকলকে,কাউকে ওচোখে দেখনা।
তাহলে এক অমূল্য অনুভূতি অনুভব করবে,যার কোনো মালিক নেই,নেই প্রতিদ্বন্দ্বী।
থাকবে শুধু তুমি আর তুমি, সাথে সেই হারানো প্রেম।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।