আমার ঠিকানা
- কবির সরদার ২৬-০৪-২০২৪

আমি বাঙালি,
আমার গায়ে লাগবে না আর কোন তকমা।
জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমি বাঙালি,
বাংলা আমার মায়ের ভাষা।
হোক আমার নিবাস,
লন্ডন, আমেরিকা কিংবা অস্ট্রেলিয়া।

আমি বাঙালি, ব্যস
আমার নেই আর কোন পরিচয়,
এখানেই জন্মেছে আমার পূর্বপুরুষ মহোদয়।

যেখানেই নিপিরীত মানবতা,
সেখানেই থাকবে আমার মমতা।
এটাই আমার পরম্পরা।

যেখানেই নির্মম নিষ্ঠুর অত্যাচারী,
সেখানেই আমি প্রতিবাদী।
কারণ, আমি বাঙালি।

আমি মানি না কোন ভৌগলিক সীমানা,
যেখানেই বাংলা গরিষ্ঠ ভাষা,
সেটাই আমার মাতৃভূমী বাংলা।
ব্যস, এটাই আমার ঠিকানা ॥

(২৩/০৯/২০১৭)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।