আমি ব্যর্থ
- প্রবীর রায়

আমি চাইনা গারি, চাইনা বাড়ি, চাইনা কোন সাজ,
আমি চাইযে শুধু, মা-বোনেদের বাঁচাতে 'মান লাজ।
তারা চাইনা সোনা,চাইনা গয়না, চাইনা কোন রূপ,
তারা চাইযে শুধু,শিশু পরিবারে,কাটাতে জীবন সুখ।
তার চোখের চাউনি, কতকি বলে,বোঝেনা লোভী সমাজ,
ঘৃণ্য কীটেরা,চাই লুটতে,কাপুরুষেরা করে রাজ।
দাও ফিরিয়ে নাড়ীর অধিকার, নাড়ি সৃষ্টির গতি,
কেন অপমান, এতো জ্বালাতন, মায়ের ভ্রূণে ক্ষতি।
আজ সমাজ বোবা,বোবা সব জীব,বোবা নয় যে বিধি,
আজ আগুন দেশে,পথে ঘরে মাঠে, মা-বোন মরে দিদি।
আমি বন্দী কিসে,বাঁধা নেই তবু,বন্দী কারাগারে,
আমি পারিনা বাঁচাতে,পারবো কি কভু,ফেরাতে তারে দ্বারে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।