যদু বাবু
- প্রবীর রায় - ছোটদের ছড়া

যদু বাবু পকেট ভরে,
মধু পেড়ে বিক্রি করে,
নতুন নতুন বৃক্ষ গেড়ে,
মৌমাছি দের চাকটি কেড়ে।
যদু বাবু ঈর্ষা করেরে,
কদুর ফলন নেটে ঘেরে,
নাখেয়ে সে পেটকে মেরে,
শুকিয়ে গেলে ওঠেন তেড়ে।
যদু বাবু কর্ম সেরে,
ঠনঠনিয়ে বাড়ি ফেরে,
বস্ত্র রাখেন যেমনি ঝেড়ে,
গিন্নি লাফাই টাকার ঢেরে।
যদু বাবু গেলেন হেরে,
হারিয়ে গেলেন জমি ছেড়ে,
দাতার কাছে ঋণের জেরে,
সব খুইয়ে আরকি ভেড়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।