কবিদের প্রতি আহ্বান
- কবির সরদার

প্রিয় কবি মহোদয়েরা শোনেন!
এমন কিছু কবিতা লেখেন,
পাঠক যেন মজা পান,
যত পারেন মাইকেলি শব্দ বাদ দেন।

ভুলে যান ব্যাকরণ,
লিখেন এমন কিছু চরণ,
কানে যেন ধরে মধুর কম্পন,
এটা আপনাদের কাছে অতি সাধারণ।

তবে কেন অযথাই কষ্ট করেন?
সোজা করে লিখে পাঠক যোগান।
ভাল ভক্ত বানিয়ে তখন
তাদের ব্যাকরণ শিখান।

জানি, আপনারা অনেক জানেন।
রাতদিন কষ্ট করে কবিতা লেখেন।
পাঁচ সাতটা ডিকসেনারি ঘাটেন,
সোজা পথ ছেড়ে কেন বাঁকা পথে চলেন।

আমার কথায় কেন ভাই রেগে গেলেন,
আমি-তো কবি নই জানেন,
আপনাদেরই পাঠক আমি শোনেন,
কবিগুণে আমায় ক্ষমা করেন॥

(১৯/০৯/২০১৭)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।