পাওনা
- প্রবীর রায়
আমি গরিব আমার পাওনা, অধিকারে দেশের নাগরিক,
সরকার দেয় কর্ম খুঁজে,সাহায্যে পতিত চারিদিক।
আসছে তাহা নেতা মারফৎ, লুটছে তারা হরির লুট,
ভুলভাল সব হিসেব কষে, মানাই জনগণ বলেন ঝুট।
যা আসছে পাচ্ছি মোরা,চার ভাগের এক ভাগ,
নানান ফন্দি ক্ষমতার বশে,বাবান মোদের বোকা ছাগ।
গরিবের লহূ চুষছে কেউটে, বিলোচ্ছে আপন কর্মীরে,
সরকারি কাজে নেই দুঃখীগণ,দ্বিগুণ দেন সঙ্গীরে।
ঝরছেনা ঘাম তবু মাইনে,দিলো প্রধান অগ্রিমে,
খেটেও বৃদ্ধা পাইনা বেতন,আশ্বাস দেন ড্রিমে' ।
অধিকার আজ নেতার ঘরে,কোমল গদির নিচতলে,
কাঁদে অসহায় শাসক শাসাই, বলার নেই কেউ,কে বলে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।