নিজেকে পালটো
- প্রবীর রায়

মানুষ আজ মানুষ নেই,মেতেছে তারা নেশাতে,
হারালো ছন্দ ধারালো শব্দ,চলে নিজেকে মেশাতে।
ছোট্ট শিশু যাইনা সুপথে,গেলেই ঘটে টিটকারি,
বাজে ভাষা,দারু,জুয়া,জীবন পথে যাই হারি।
নেই মিত্র,প্রেম,একতা, কথায়-কথায় ঢপ মারি,
সুস্থ জীবন ঘৃণ্য লাগে,গুরুজন কেউ নাছাড়ি।
সকল দ্বার আজ অন্ধকার,বানাই গুণ্ডা আপন ঘর,
প্রতিবাদ করলে কেহ,মরে প্রতিবাদী ওঠে ঝর।
পালটো তোমরা মনগতি,ফেরাও হারানো শুভক্ষণ,
বাড়ুক শিশু খেলুক হেসে,নিক সকলে শুদ্ধ দম।
ভেঙে ফেলো ত্রিফলা শিশা, মনের লুকানো কলুষকে,
জ্বালবো দ্বীপ গড়বো মোরা,নতুন আগামীর পুষ্পে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।