রোগীর কান্না
- প্রবীর রায়
চাকরি করেন সরকারি ওরা,নিজেকে ভাবেন শাসক,
দম্ভ ঘিরে কখনো প্রহার,ভোলেন তারা সেবক।
হাসপাতালে নার্স,ডাক্তার,থাকেন কেন তেজে,
রোগী জনতা শুশ্রূষা হীন,আঁখি জলে ভেজে।
এমারজেন্সি রোগী এলে,নানান ফন্দি ফিকরি,
ফ্রির ঔষধ কালোবাজারে,চলছে দেদার বিক্রি।
রোগী মরে মহামারিতে,ডাক্তার বাড়ান ফিস,
টাকা নেই দুঃখীর ঘরে,মরতে গেলেন বিষ।
আয়া মাসি চালান গলা,লাগিবে রাত্রি পাঁচশো,
সেবা হতে দূরে থাকেন,খাবার গিলে হাসছো।
কারোর হচ্ছে কোল শূন্য, কেউ 'হারিয়ে অনাথ,
কেউ হারাচ্ছে আপনজন,ব্যথায় খোশামেদ অজুহাত।
মিথ্যে পরিচয়ে ক্লিনিক খুলে, কামান অট্টালিকা,
শিশু হচ্ছে বিকলাঙ্গ,পাইনা সময়ে টিকা।
জীবন যারা বাঁচান আজ,নিচ্ছেন কামাতে কেড়ে,
ভরতি হয় সুস্থ যেজন,লাশ হয়ে ঘরে ফেরে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।