প্রেমের গণ্ডি
- প্রবীর রায় - প্রেমের কবিতা
প্রেম মানে নয় বস্তু, নয় অর্থ,
নয় আলিঙ্গন, নয় দামী পোশাক,
প্রেম হল মনের আকর্ষণ, অনুভূতি, আরো গভীরতা।
প্রেম মানে নয় ধর্ষণ, নয় জবালাত,
নয় জোড় জুলুম, নয় অধিকার,
প্রেম হল কাছের মানুষ, স্নেহ ভালোবাসা।
প্রেম মানে নয় রোগ,নয় ছলনা,
নয় ঔষধ নয় পাগলামি,
প্রেম হল কিছু আশা,আবদার,সর্বজয়ী।
প্রেম মানে নয় আঁধার, নয় হুঙ্কার,
নয় শাসন নয় বদ্ধ পরিসর,
প্রেম হল জীব,জড়,সৃষ্টি, আর প্রকৃতির মিলন।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।