ভুলের মাসুল
- প্রবীর রায় ২৯-০৩-২০২৪

জন্মদাতারা পাশে ছিল,সন্তানকে ছায়ার মতো আগলে রাখতো,
হাজারো কষ্ট সহ্য করতো, তবু সন্তানের সব আশা পূরণ করতো,
নিজেরা অনাহারে, তাদের পরিচয়ে বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করতো,
রোদ,ঝর,বৃষ্টি,ঠাণ্ডা সবসময়, তাদের বুকের মাঝে আঁচলে ঢাকত,
পিতাই কি করছে,কোন কঠোর কাজ করে সংসারে আলো ফোটাচ্ছে,
আমরা কোনদিনো তার খবর নিইনা,তাদের ব্যথায় উপশম দিইনা,
শিশুরা যদি হাজার অপরাধ করে,তবু মমতা তাদের কখনো অপরাধীর চোখে দেখতনা,
বরং কাছে টেনে কাঁধে হাত বুলিয়ে বলতেন,কোনদিন এমন কাজ করোনা যেন মাথা নত হয়,কেউ আঘাত পাই।
আমরা কখনো তাদের পরোয়া করিনা,তাদের একটু আনন্দে আমরা বিরক্তি অনুভব করি,অসম্মান করতে সময় অপচয় করিনা।
যখন সহ্য সীমা হারায়,হাত তুলতে দ্বিধা করিনা,কম্পিত হয়না বিবেক,
আশ্রমে পাঠিয়ে দিই ঋণ ত্যাগ করে,নিজেরা বিলাসে ব্যস্ত।
যখন সমস্ত মায়া,মমতা ফেলে অনাথ করে বহুদূরে চলেযান,ফিরে আসার উপায় নেই,তখন আমাদের ভালবাসা উথলে ওঠে,যতক্ষণে নিজেদের ভুল বুঝতে পারি,ততক্ষণে সব শেষ।
আমরা এতটাই অপদার্থ, এখন তাদের শূন্যতা সর্বক্ষণ আমাকে প্রশ্নকরে কিছিলো তাদের দোষ।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

opuroy
০৯-১১-২০১৭ ১৮:১৭ মিঃ

পিতামাতা সন্তানের সব কোনদিনো তাদের কষ্ট দিয়োনা,কারণ তারা অনেক কষ্ট করে দুঃখ সয়ে আমাদের মানুষ করে তোলে,আমাদের ঘিরে তাদের সমস্ত শুখ,স্বপ্ন, আশা

opuroy
০৮-১১-২০১৭ ২১:২৪ মিঃ

পিতামাতা সন্তানের সব কোনদিনো তাদের কষ্ট দিয়োনা,কারণ তারা অনেক কষ্ট করে দুঃখ সয়ে আমাদের মানুষ করে তোলে,আমাদের ঘিরে তাদের সমস্ত শুখ,স্বপ্ন, আশা