রক্তঝরে
- নাহিদ সরদার

রক্তঝরে
মো: নাহিদ সরদার
গতরাতে পিষ্টে দিছি এক শামুকের জীবন কথা
মনদহনে ছুঁটে গেলাম শামুক বাড়ি
বলতে গেলাম ভুলবশত খুন করেছি
দেখতে পেলাম আরেক শামুক পড়ে আছে ইটের তলে
মৃতগন্ধি পিঁপড়েগুলো ভীড় করেছে অাশেপাশে।
ফিরতি পথে এক পথিকের লাশ পেয়েছি
সদ্যকাটা লাশের গায়ে তেজি তাজা রক্ত ঝরে।
ছুঁটে গেলাম সেই পথিকের বসত ভিটায়
দেখতে পেলাম দরজা খুলে এক মহিলার নগ্ন দেহ ডাবায় ঝোলে।
দরজাটেনে ছুঁটে গেলাম পুলিশ পাড়ায়
শিঁড়ির উপর স্লিপ খেলাম রক্তকাদায়,
উঠেই দেখি সব পুলিশের পোশাকজুড়ে রক্তমাখা।
ফিরে এলাম কবির কাছে
উনি দেখি এক শামুকের জীবন ঘিরে বসে আছে
মাটির খাতায় লিখছে কেবল রক্তঝরে, রক্তঝরে, রক্ত ঝরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।