তোকেই দেব বাম পাশেরই বুক
- নাহিদ সরদার
তোকেই দেব বাম পাশেরই বুক
মো: নাহিদ সরদার
সোনা তোকে নিয়ে ঝুরঝুরে এক সকাল হব
দোদুল দোলায় দুলব দুজন সজনে পাতার সনে
তোকে নিয়ে জালখেলার এক অংশ হব মনের সরোবরে,
হারিয়ে যাব জসীম উদ্দীনের নকশীকাঁথার মাঠ
কথা দিলাম দেখিয়ে দেব সুজন বাদিয়ার ঘাট,
তোর আদরের চাঁদের আলো
লুটিয়ে দেব পায়,
দেখবি তখন রাত জোনাকি কেমন করে
দুষ্ট চোখে চায়।
সোনা এক কদমের সবটুকু সুখ তোকেই দেব
ঝুমুর রঙের শাঁড়ি দেব
এক গোলাপের গল্প দেব
সোনা তোকেই দেব বাম পাশেরই বুক
কৃষাণ কুলোয় লুকিয়ে থাকা তাবৎ রাঙা সুখ।
সোনা তোর খোপায় পরিয়ে দেব মেঘফুলের এক মালা- জ্বলবে তখন প্রেমিক বিশ্ববাসী,
চাইনা কিছুই তোর কাছেতে
বলিস কেবল মধ্যরাতে
কানের কাছে ঠোঁটটা নিয়ে
বাবু,তোমায় আমি ভীষণ ভালোবাসি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।