বৈশাখ
- আবু নাছের জুয়েল

তোমার কাজল টানা আখি,
এর সুখপীয়াসি মনের গহীনে
বৈশাখী বাতাস বহুক
তোমার অজান্তেই সকলের অলক্ষে৷
চৈত্রের তাপে যখন ধরনী তপ্ত,
আমের মূলক যখন পরিনীতির অপেক্ষায়
তোমার মনে যখন রঙ্গহীন বেদনা
ঠিক তখন বাউলা বাতাস নিয়ে
মাঝি মল্লার গান হয়ে
চলে আসে ধরনীতে বৈশাখ৷
আজ নিজের মনে খুসির বান ডেকেছে
আজি ললনারা বৈশাখীর শাড়ি পড়েছে
আজি মেলার মাঝে তাল পাতার পাখা উঠেছে
আজি বৈশাখী ঝড়ে রুমাল উড়িয়ে গান ধরেছ
এস হে বৈশাখ,এসো এসো এসো


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১০-০২-২০১৫ ১৬:৫৯ মিঃ

valo laglo bhi