নিষিদ্ধ ইঙ্গিত
- কবির সরদার ২৭-০৪-২০২৪

এই মেয়ে, তুই শাপলা তুলিস্ কে রে?
“আমি এ গাঁয়েরই মেয়ে”।
তোর ডাগর দু’টি চোখ।
“নজর দিস্ না এত ধুত্”।

আয় না আমার নায়।
“আমি যাব বাঁয়”।
আমিও যাব তাঁয়।
“এত দরদ ভাল নয়”।

তোর ঠান্ডা লেগে যাবে।
“তাতে তোর কি হবে”?
তুই যে আমার পরান পাখি।
“তুই দিস না আমায় ফাঁকি”।

এত করে বলি, তোরে দিব গতি।
“বুঝি তোর মতি, আমি আছি সতী”॥

(১৩/১১/২০১৭)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।