মাছ ধরার চাটামি
- কবির সরদার ২০-০৪-২০২৪

ধরেছি মাছ পুকুর শানেবান্দায়;
কচুরিপানা ছিল অনেক সেথায়,
ছিল জোঁক, আরো ছিল বড় ছোট পোক,
কখন কোনটায় লাগাত ভয়,
বোঝতে অনেক কষ্ট হয়।

পেয়েছি মিনি মাছ পায়ের তলায়,
হাতে ধরেছি মেটে সাপ অবলীলায় ;
বাইন মাছ, সে তো কাদার তলায়,
এদিক সেদিক মোড় দিয়ে চলে যায়।

ইচা, পুটি, কৈ, শিং, টাকি,
টেংরা, বৈচা আরো কত কি
ধরে ধরে ভরেছি বোঁখায়।
খলিসা, বুতুম সে তো খেওয়ে খেওয়ে ধরা যায়।
কাঁকড়া, চেগভেগা, পোটকা
এতো মাছই নয়,
ধরে ধরে ফেলেছি বড় বাগিচায়।

মাঝে মাঝে পেয়েছি মোটাসোটা কুঁচিয়া,
কেউ বলে এটা খায়,
কেউ বলে তা নয়,
খেলে নাকি বিষ-ব্যাথা পালায়।

এখন কি মাছ এভাবে ধরা যায়?
নাকি চলে গেছে সব মৎস কুমিরের থাবায়॥

(১৬/১১/২০১৭)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।