নাছোড়বান্দা
- ওমায়ের আহমেদ শাওন
সন্ধামূহুর্ত,
ডুবিয়ে নিচ্ছো তোমার অমানিশাতে সূর্যটা;
আমার ভেতরের সূর্যটা কিন্তু প্রেরণার উদ্দীপনায়
এখনো জ্বলজ্বল।
কতশত হাত-পা ওয়ালা মানুষ আমায়
থমকে দাঁড় করানোর জন্য তেলাপোকার মত ছেয়েছে;
আমি তবুও হেঁটে যাচ্ছি, হোক সফল কিংবা বিফল,
চেষ্টা করেই যাচ্ছি।
আমিতো ফায়সালাকারী নই।
চেষ্টা করলে সফল সফল হবেই বিষয়টা এমনও নয়।
সন্ধামূহুর্ত !
তোমার কাচেই প্রেরণা পাই, আলোর প্রয়োজনও অনুভব করি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।