রক্ত জবারা
- উত্তম চক্রবর্তী ২৪-০৪-২০২৪

উঠোনে কোণায় রক্ত জবারা দাঁড়িয়ে রয়েছে ঠাই,
রক্ত লালেতে ভরিয়ে থাকে যে গাছের ডগায় তাই।

সকালে উদয় বিকালে বিদায় সূর্য মামার খেলা,
রক্ত জবারা সকালে ফোটে যে বিকালে ঝড়ানো হেলা।

রক্ত জবার ইচ্ছে জাগে যে উপকারী হবে তবে,
মায়ের পূজোতে লাগাবে নিজেকে এতেই ধন্য হবে।

এমনি ঝড়ানো ব্যর্থ জীবন লাগেনা তাহার ভালো,
ফুলের সাঁঝিতে ভরবে সকালে মায়ের পূজোতে আলো।

পরের ভালোতে কাটানো জীবন স্বার্থকথায় যাক,
জবার মতোই সকলে কাটাই এভাবে জীবন থাক।

তাং - ১৭/১১/১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।