ঘাটের মাঝিটি
- উত্তম চক্রবর্তী ২৫-০৪-২০২৪

ফিসারী ঘাটের নৌকার মাঝিটি যাত্রী পার যে করে,
ভাড়া যাহা পাই সংসার চালাই সারাদিন খেটে মরে।

নদীতে নৌকাতে সখ্যতা তার অনেক দিনের ধরে,
নদীর ঢেউয়ে, জলেতে তাহার চেনাজানা চিরতরে।

কত যে যাত্রী পার যে করেছে হিসেব কিভাবে রাখি?
কেউবা দিয়েছে ভাড়া যে তাহার কেউবা আবার ফাঁকি।

ডাকাত, দস্যু এসেছে অনেক যুগেযুগে কতো এই ঘাটে,
মনেতে ভয়েতে করেছে যে পার জীবন বাঁচাতে বটে।

কতো যে প্রেমিক কতো যে আলাপ দেখেছে এ ঘাটে তাতে,
সুখেতে দুখেতে কপোত কপোতী রয়েছে গল্পে মেতে।

কেউবা আসবে যাত্রী ছাড়াও ঘাট পারাপার দিতে,
মৃত্যু যাত্রী মুক্তি পাবে যে শেষ নিশ্বাস নিতে।

সারাটি জীবন করেছে সে পার যাত্রী পার যে করে,
জীবনের মানে বুঝেছে সেও যে এভাবে যাবে সে মরে।


তাং - ১৮/১১/১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।