শব্দচাষ
- আবরার আকিব
সহস্র শব্দ ভাবনায় প্রতীকি কিছু শব্দের নাম কবিতা
সহস্র ঝিনুকের মাঝে একটা মুক্তার নাম কবিতা।
পিরামিডে সহস্র বছর ধরে ঘুমিয়ে থাকা মমির নাম
কবিতা,
রাজপথের মিছিলে বর্জকন্ঠে শ্লোগানের নাম কবিতা
জারজ শিশুর পৃথিবীতে বেঁচে থাকার অধিকারের নাম
কবিতা
একজন বিজয়ী বীরের রক্তরঞ্জিত তলোয়ারের নাম
কবিতা।
যুগের নামে স্বর্ণাক্ষরে লেখা কিছু অক্ষরের নাম
কবিতা
স্বাধীন দেশে ধর্ষিতার বীরাঙ্গনার অধিকার চাওয়ার
নাম কবিতা।
একজন কবির তীলে -তীলে নিঃশেষ করা জীবনের নাম
কবিতা।
আদি কবি লুইপা থেকে আধুনিক কবি জীবনানন্দ দাস,
প্রত্যেক কবিই করে গ্যাছে কবিতার সাথে বাস
অস্তিত্যহীন শব্দের মাঝে করেছে নিত্যনতুন শব্দচাষ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।