আংকেল, এগুলি কী প্রাণী বানালেন
- আরিফ শামসুল
সমরক্ষেত্রে কেবল লেজ আর লেজ, প্রতিটি প্রাণীর নাক অস্ত্রের কাজ করে!
এই তপ্ত মরুশ্বাস কার কল্যাণে নির্মিতব্য! আমাদের চটপটি-বিকেল গ্রিলবদ্ধ বারান্দায় আশ্রয় নিয়েছে। চশমাঢাকা চোখে দুঃস্বপ্নের ফোড়ায় শীতের সূর্যও রচনা করে যন্ত্রণাপ্রবাহ। আমরা দেখি কেবল আমাদের চিরায়ত মূক মুখ।
লেজ ছাড়া কি কিছুই হয় না, আংকেল; প্রাণীর নাকের উপর অত বড় শিং না থাকলে কী এমন ক্ষতি হয়। লেজঅলা প্রাণী তৈরি করার ক্ষেত্রে আপনার ডিগ্রি-সনদ থাকতে পারে- জানি গবেষণা-জ্ঞান নেই।
দূর্বাদলের এই সবুজ কার্পেট গুটোর ছাই দিয়ে ঢেকে দিতে পারেন কিভাবে! নাল-জমিও বণ্টনের সময় ঘনিয়ে এসেছে। সারাজীবন এসব কী প্রাণী বানিয়ে যাচ্ছেন? যোগ্যতা থাকলে কিছু মানুষ বানিয়ে দেখান তো।
১৮.০১.২০১৪
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।