স্বপ্নের জ্বালা
- রফিকুল ইসলাম রফিক
বেশ তো হেঁটেছো তুমি কন্টকহীন সোজা সাপটা পথে
অতি সন্তর্পনে জীবনের বেশির ভাগ সময়
পেরেছো কী ঠেকাতে আপন শরীরে সময়ের আঁচড়!
স্বপ্নের জগৎ সে তো কেবল তোমার একার
মানুষ বলতে ছিলে তুমি তো একাই
অন্যের কথা একটুও ভাবোনি তুমি
পদে পদে ছিলো নিজেকে বাঁচানোর তাগিদ।
শেষমেষ তাও কী পেরেছো তুমি?
অজান্তেই কখন যে ঢুকে গেছে পঁচা ও বিষাক্ত কাটার আগা
আপন শরীরে তোমার - বুঝতেই পারোনি।
যা আজ অপারেশনযোগ্য সময়ের শাল শরীরে তোমার
তুমি যন্ত্রনায় কাতর।
আসলে স্বপ্ন পূরণ হলেও জ্বালা, না হলেও জ্বালা
একার স্বপ্ন হলে কেবল জ্বলবে তুমি আর কেউ নয়
তাই এসো মানুষ হয়ে স্বপ্ন দেখি সকল মানুষের
তখন জ্বলবে আগুন ঠিকই, তবে পুড়বে না কেউ।
২৬/০৪/১৭।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।