মায়ের মতো
- উত্তম চক্রবর্তী ২৫-০৪-২০২৪

মায়ের মতো নিঃস্বার্থতা,
ভালোবাসায় এ দুনিয়ায়;
কে আর হতে পারে।
সব কিছুরি উর্ধবে উঠে,
মায়ের মতো কজন হতে;
এই জগতে তরে।


মা ছাড়া আজ বুঝতে পারি,
ফাঁকা সবিই, যেন কেউতো;
এ সংসারে নেই।
সুখেদুঃখের ভাগী হবার,
মায়ের মতো এমন কেউ যে;
এ জগতে সেই।


সব কিছুতে অবলীলায়,
সেতুযুক্তে মায়ের খেলা;
কে পারে আজ তবে।
মায়ের কথা একা একশো,
সবার কাছে এ সংসারে;
মূল্য দিত সবে।


মা নেই তবে এখন সবে,
যে যার মতো খেয়াল খুশি;
তারি মতোই চলে।
রানী ছাড়াই রাজ্য চলে,
যেমন খুশি তেমন করে;
কেবা যে কারে বলে।


মার শাসন কতো আপন,
এখন বুঝি বিচ্ছিন্নতা;
এ অভাবের ফলে।
মাঝি বিহীন তরণী তার,
হারায় পথ যেমন খুশি;
তেমন তারি ছলে।


তাং - ২৪/১১/১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।