সক্রেটিসের বিষ
- ওমায়ের আহমেদ শাওন
এবার পান করো-
পুরো গলায় ভিজিয়ে নাও।
পিপাসা লেগেছে তোমারও
নাও এবার মেটাও-।
সক্রেটিসের বিষের বোতলে;
কে যেন লিখে রেখেছে- “প্রেম-দশমূলারিষ্ট”
পান করে নাও-
তবুও পাবে; সক্রেটিস নয়; প্রেমের বীষ...!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।