আশা ছিল
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আশা ছিল তোমার হাত ধরে
হারিয়ে যাব দূর অজানায়
কিন্তু, তুমি সেই নেই!
খোয়াবে এসে বলেছিলে
আমি আসব ফিরে তোমার তরে বাস্তবে?
.
কিন্তু তুমি কথা রাখলে না
সেই যে চলে গেলে,
আমি তোমায় আর খোয়াবে খুজে পাই না
বাস্তবে তো দূরের কথা।
.
পাখনা মেলে এসেছিলে শরীরে
ভালবাসার মধু মাখিয়ে,
তোমাকে জড়িয়ে ধরার আহ্বান করেছিলে
আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে ছিলাম।
.
আজ তুমি নেই খোয়াবে এসো না
বড্ড মনে পড়ে তোমার কলহাস্য কথা গুলো,
আজ তুমি কোথায় হে আমার পরী
বাস্তবে না হয় নাহি এসো?
.
তবে খোয়াবে এক বার এসো
তোমায় দেখতে বড্ড মন আনচান করছে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

২৭-১১-২০১৭ ১২:২৫ মিঃ

আশা ছিল তোমার হাত ধরে
হারিয়ে যাব দূর অজানায়

২৭-১১-২০১৭ ১২:২৫ মিঃ

আশা ছিল তোমার হাত ধরে
হারিয়ে যাব দূর অজানায়