নকলের খেলা-তিন
- ফয়েজ উল্লাহ রবি
নকল হাসি নকল বাঁশি
বাজে কদম তলে,
কে আসে আর যায় কে
মিছে দলে-দলে।
মন কাঁড়ানো সুর তুলে
হৃদয় নাড়া দেয়,
মিছে মোহে মন হারালো
সব কেঁড়ে নেয়।
সব হারানো রাধা বসে
কাঁদে যমুনাও তীরে,
চালাক যাদুকর যিনি
নতুন সুর বাঁধে।
সেপ্টেম্বর ২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।