ভালবাসার সমাবেশ ডাকি
- ফাইয়াজ ইসলাম ফাহিম
এসো হে প্রেমিক যুগল ভালবাসার সমাবেশ ডাকি
রাজ পথ বন্ধ করে দেই?
কেন আমাদের প্রেমিক যুগলদের প্রতি এ্যাত্ত অবিচার
এসো হে প্রেমিক যুগল ভালবাসার সবাবেশ ডাকি।
.
ভেঙ্গে দেই অচলায়তন সমাজের রীতি- নীতি
ভেঙ্গে তছনছ করে দেই
ধর্মান্ধ মানুষের ভিটা বাস্তু- ভিটা,
এসো হে প্রেমিক যুগল ভালবাসার সমাবেশ ডাকি।
.
কেন ভালবাসা কে সমাজে মূল্যায়ন করা হয় না
কেন প্রেমিক যুগলদের সম্মান দেওয়া হয় না,
কেন আমাদের প্রতি এ্যাত্ত কদাচার আচরণ
এসো হে প্রেমিক যুগল ভালবাসার সমাবেশ ডাকি।
.
এমপি, মন্ত্রী,রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাসভবন অবরোধ করি
কেন তারা সংসদে বিল পাশ করে না,
প্রেমিক যুগলদের সম্মান দেয় না
এসো হে প্রেমিক যুগল ভালবাসার সমাবেশ ডাকি?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২৮-১১-২০১৭ ০৮:০৫ মিঃ
.
এমপি, মন্ত্রী,রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাসভবন অবরোধ করি
কেন তারা সংসদে বিল পাশ করে না,
প্রেমিক যুগলদের সম্মান দেয় না
এসো হে প্রেমিক যুগল ভালবাসার সমাবেশ ডাকি?

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।