ভালবাসার সমাবেশ ডাকি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

এসো হে প্রেমিক যুগল ভালবাসার সমাবেশ ডাকি
রাজ পথ বন্ধ করে দেই?
কেন আমাদের প্রেমিক যুগলদের প্রতি এ্যাত্ত অবিচার
এসো হে প্রেমিক যুগল ভালবাসার সবাবেশ ডাকি।
.
ভেঙ্গে দেই অচলায়তন সমাজের রীতি- নীতি
ভেঙ্গে তছনছ করে দেই
ধর্মান্ধ মানুষের ভিটা বাস্তু- ভিটা,
এসো হে প্রেমিক যুগল ভালবাসার সমাবেশ ডাকি।
.
কেন ভালবাসা কে সমাজে মূল্যায়ন করা হয় না
কেন প্রেমিক যুগলদের সম্মান দেওয়া হয় না,
কেন আমাদের প্রতি এ্যাত্ত কদাচার আচরণ
এসো হে প্রেমিক যুগল ভালবাসার সমাবেশ ডাকি।
.
এমপি, মন্ত্রী,রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাসভবন অবরোধ করি
কেন তারা সংসদে বিল পাশ করে না,
প্রেমিক যুগলদের সম্মান দেয় না
এসো হে প্রেমিক যুগল ভালবাসার সমাবেশ ডাকি?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৮-১১-২০১৭ ০৮:০৫ মিঃ

.
এমপি, মন্ত্রী,রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাসভবন অবরোধ করি
কেন তারা সংসদে বিল পাশ করে না,
প্রেমিক যুগলদের সম্মান দেয় না
এসো হে প্রেমিক যুগল ভালবাসার সমাবেশ ডাকি?